আমরা দ্রুত টিকা নিয়ে আসার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় টিকা দ্রুত নিয়ে আসতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, টিকা পেলেই এ সঙ্কটের সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকারভিত্তিতে দেয়া হবে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তিতে এ ভাষণ দেন তিনি। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী জানান, দেশের উন্নয়ন অভিযাত্রার ‘এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং বৈশ্বিক মহামারির অস্বাভাবিক পরিস্থিতিতে’ জাতির সামনে হাজির হয়েছেন তিনি। সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্থবির করে দেওয়া হয়। মহামারি করোনা ভাইরাসের মতো দুর্যোগ মোকাবিলায় দেশবাসীকে সব সময় পাশে পাওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাহসের সাথে এই দুর্যোগ মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের অভিনন্দন জানান। SHARES গণমাধ্যম বিষয়: করোনাটিকাপ্রধানমন্ত্রী