২৬ মার্চ বাংলাদেশে আসছেন মোদি স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ স্বাধীনতার ৫০তম বছর উদযাপন করতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরের বিষয়টি নিশ্চিত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, ‘মোদিকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। তাঁর সফর নিশ্চিত হয়েছে। এটি মোটামুটি ঠিক। অনেক কিছুই ঘটবে। আমরা বেশ সাবলীলভাবে এগিয়ে যাচ্ছি।’ বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানান। SHARES আন্তর্জাতিক বিষয়: নরেন্দ্রমোদি