মোবাইল কিনতে ঋণ দিবে রবি তিস্তা এক্সপ্রেস তিস্তা এক্সপ্রেস প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০ মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার জন্য ‘ফোন লোন’ নামে একটি কেম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। ক্যাম্পেইন্টির মাধ্যমে যাদের জামানত বিহীন ঋণ প্রয়োজন- তাদের খুজে বের করেছে রবি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রবি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘ফোন লোন’ ক্যাম্পেইনটির মাধ্যমে প্রকৃত রবি গ্রাহকদের খুজে সুবিধা মতো ইএমআইসহ ফোন লোন দিবে। গোপনীয়তা রক্ষা করে, যাদের ক্রেডিট কার্ড নেই- এমন গ্রাহকদের খুজে বের করেছে রবি। যে সকল গ্রাহক এই সকল সেবা পাবে তাদের কে এস এম এস এর মাধ্যমে জানায় দিবে কিছু দিনের মধ্যেই। এর পর রবির স্টোর, ফোন লোন অ্যাপ ও ওয়েব সাইট থেকে এককালিন ডাউন্ট পেমেন্টের মাধ্যমে ফোন কিনতে পারবে গ্রাহকরা। অবশিষ্ট টাকা গ্রাহকদের সুবিধামতো ১২ মাসে পরিশোধ করা যাবে। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: ঋণফোন লোনরবি