আমি সেই পথিক-মারুফ হাসান তিস্তা এক্সপ্রেস তিস্তা এক্সপ্রেস প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ আমি সেই পথিক যাকে তুমি প্রতিদিনই দেখতে, আমি সেই পথিক যাকে দেখে মনে মনে কিছু বলে থাকতে। আমি সেই পথিক যে তোমার অপেক্ষায় রাস্তার মরে থাকতো আমি সেই পথিক যে তোমার জন্যই শুধু অপেক্ষা করতো। আমি সেই পথিক যে তোমার সেই পথে এখনো থমকে দাঁড়ায় আমি সেই পথিক যে এখনো তোমার স্মৃতিতেই হারায়। আমি সেই পথিক যে স্বপ্নে তোমায় নিয়ে ঘর বাঁধে আমি সেই পথিক যে এখনো তোমার জন্যই কাঁদে। আমি সেই পথিক যার হৃদয় কোনো বাধা মানে না আমি সেই পথিক যে তোমাকে ভুলতে জানে না। আমি সেই পথিক যে তোমার জন্য ফিরে আসে আমি সেই পথিক যে তোমাকে এখনো ভালোবাসে। SHARES সাহিত্য বিষয়: কবিতাপথিক