কথা নিয়ে কথা- ফজলুল হক তিস্তা এক্সপ্রেস তিস্তা এক্সপ্রেস প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ কথা ছিলো চঞ্চলা বাতাসের গানে, সে কথা হারিয়ে গেছে অন্য কোনখানে। কথা ছিলো হেটে যাবো দূর, বহুদূর, কথায় কথায় পাড়ি দেবো সমুদ্দুর। মেরুতে মেরুতে আজ জমেছে বিষাদ ভুলে গেছি কথামালা, জীবনের স্বাদ। কথারা ফেরেনা আর জীবনের গানে। অনুকূল স্রোত রেখে চলেছি উজানে। কে আর ফেরাবে বলো কোন লীলাবতি ? ফেরে নাই কোনকালে ছিন্ন মেঘবতি। স্বপ্ন ফেরেনা, ফেরে আকূল বেদনা। কর্ষিত ভূমি বুঝি হবেনাকো বোনা। জীবন এমনই হায়! কথা শূন্য করে, সময় হারিয়ে যায় কৃষ্ণ সরোবরে। তবুও জীবন চলে নির্নিমেষ বেগে, হৃদয়টা ভেসে যায় আকন্ঠ আবেগে। বাকরুদ্ধ হয়ে সব কথারা হারায়, কথাগুলো উড়ে যায় পরীর ডানায়। SHARES সাহিত্য বিষয়: